Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শুন্য হতে শুরু
বিস্তারিত

স্কিমের নামঃবঙ্গলক্ষী বাজার হতে রামশীল ইউপিঅফিস সড়কে ৬৮১৫ মিটার চেইনেজে ৯৯.৭০ মিটার আরসিসি ব্রিজ

প্রকল্পের নামঃ বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)

ব্যয়িত টাকার পরিমানঃ ১০৮৯.০০লক্ষ

পটভূমিঃব্রিজসহ সড়কটি মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, বরিশাল জেলার আগৌলঝাড়া উপজেলা, কোটালীপাড়া উপজেলার রামশীল এবং বন্ধাবাড়ী ইউনিয়ন দিয়ে কোটালীপাড়া সদর হয়ে গোপালগঞ্জ জেলা শহরের সাথে ও রাধাগঞ্জ ইউনিয়নের রাধাগঞ্জ বাজার হয়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাথে মিলিত হয়েছে। উল্লেখিত এলাকার উৎপাদিত কৃষি ও মৎস্য পন্য গোপালগঞ্জ জেলাসহ কোটালীপাড়া উপজেলার আশে পাশের জেলা শহরে পণ্য পরবিহন বাধা গ্রস্থ হচ্ছিল।

উদ্দেশ্যঃ

১। গ্রামীণ মানুষের নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্কে সেতু-বন্ধন সৃষ্টি করে।

২। যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকতার মাধ্যমে সংক্ষেপ করণ।

৩। পানি প্রবাহকে বাধা গ্রস্থ না করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা।

৪। কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্ম সংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

৭। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর“ বাস্তবায়নে সহযোগিতা করা।


স্কিমের নামঃ উত্তরপাড়া হাটখোলা ব্রিজ হতে পারকোনা পৌরসভা বাসস্ট্যান্ড ভায়া কুঞ্জবন সড়কে ৩৫০০ মিঃ চেইনেজে ৪২.০০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ

প্রকল্পের নামঃ গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (২য় সংশোধিত)

ব্যয়িত টাকার পরিমানঃ ৩৪৩.০০ লক্ষ


পটভূমিঃ ব্রিজসহ সড়কটি রাধাগঞ্জ ইউনিয়ন এবং কোটালীপাড়া উপজেলা হয়ে গোপালগঞ্জ জেলা শহরের সাথে মিলিত হয়েছে। উল্লেখিত এলাকার উৎপাদিত কৃষি ও মৎস্য পন্য গোপালগঞ্জ জেলাসহ কোটালীপাড়া উপজেলার আশেপাশের জেলা শহরে পণ্য পরবিহন বাধাগ্রস্ত হচ্ছিল।


উদ্দেশ্যঃ

১। গ্রামীণ মানুষের নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্কে সেতু-বন্ধন সৃষ্টি করে।

২। যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকতার মাধ্যমে সংক্ষেপকরণ।

৩। পানি প্রবাহকে বাধাগ্রস্থ না করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা।

৪। কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

৭। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।



স্কিমের নামঃ ছিকুটিবাড়ী মাইকেল চেয়ারম্যান এর বাড়ীর সড়কে ৫৬০ মিঃ চেইনেজে ১৮.০০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ

প্রকল্পের নামঃ 

ব্যয়িত টাকার পরিমানঃ ৮১.০০ লক্ষ

পটভূমিঃ  রাধাগঞ্জ ইউনিয়ন এবং কোটালীপাড়া সদর হয়ে গোপালগঞ্জ জেলা শহরের সাথে মিলিত হয়েছে। উল্লেখিত এলাকার উৎপাদিত কৃষি ও মৎস্য পন্য গোপালগঞ্জ জেলাসহ কোটালীপাড়া উপজেলার আশেপাশের জেলা শহরে পণ্য পরবিহন বাধাগ্রস্থ হচ্ছিল।


উদ্দেশ্যঃ  

১। গ্রামীণ মানুষের নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্কে সেতু-বন্ধন সৃষ্টি করে।

২। যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকতার মাধ্যমে সংক্ষেপকরণ।

৩। পানি প্রবাহকে বাধাগ্রস্থ না করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা।

৪। কৃষিপন্যসহ মৎস্য় পরিবহন সহজতর করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

৭। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।



স্কিমের নামঃ কোটালীপাড়া উপজেলাধীন রাধাগঞ্জ ইউপিসি-উত্তরপাড়া হাটখোলা-নাগরা বাজার সড়কে ০০ মিঃ চেইনেজে ২৫.০০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ

প্রকল্পের নামঃ 

ব্যয়িত টাকার পরিমানঃ ১০৩.০০ লক্ষ


পটভূমিঃ রাধাগঞ্জ, বান্ধাবাড়ী ইউনিয়ন এবং কোটালীপাড়া উপজেলা হয়ে গোপালগঞ্জ জেলা শহরের সাথে মিলিত হয়েছে। উল্লেখিত এলাকার উৎপাদিত কৃষি ও মৎস্য পন্য গোপালগঞ্জ জেলাসহ কোটালীপাড়া উপজেলার আশেপাশের জেলা শহরে পণ্য পরবিহন বাধাগ্রস্থ হচ্ছিল।


উদ্দেশ্যঃ ১। গ্রামীণ মানুষের নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্কে সেতু-বন্ধন সৃষ্টি করে।

২। যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকতার মাধ্যমে সংক্ষেপকরণ।

৩। পানি প্রবাহকে বাধাগ্রস্থ না করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা।

৪। কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

৭। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “আমার গ্রাম আমার শহর “বাস্তবায়নে সহযোগিতা করা।



স্কিমের নামঃ দেবগ্রাম আশ্রয়ন প্রকল্পের সামনে ০০ মিঃ চেইনেজে ৩০.০০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ

প্রকল্পের নামঃ বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)  

ব্যয়িত টাকার পরিমানঃ ১১৫.০০ লক্ষ


পটভূমিঃ কোটালীপাড়া-রাজৈর আরএইচডি সড়ক হতে দেবগ্রাম আশ্রায়ন প্রকল্প (গুচ্ছগ্রাম) এর সাথে মিলিত হয়েছে। উল্লেখিত এলাকার উৎপাদিত কৃষি ও মৎস্য পন্য গোপালগঞ্জ জেলাসহ কোটালীপাড়া উপজেলার আশেপাশের জেলা শহরে পণ্য পরিবহন বাধাগ্রস্থ হচ্ছিল।



উদ্দেশ্যঃ 

১। গ্রামীণ মানুষের নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্কে সেতু-বন্ধন সৃষ্টি করে।

২। যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকতার মাধ্যমে সংক্ষেপকরণ।

৩। পানি প্রবাহকে বাধাগ্রস্থ না করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা।

৪। কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

৭। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।



স্কিমের নামঃ রাধাগঞ্জ ইউপিসি-ডগলাস হাইস্কুল-ভাঙ্গারহাট জিসি সড়কে ১০ মিঃ চেইনেজে ৩৯.০০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ

প্রকল্পের নামঃ 

ব্যয়িত টাকার পরিমানঃ ৩৫১.০০ লক্ষ


পটভূমিঃ রাধাগঞ্জ ইউনিয়ন এবং কোটালীপাড়া সদর হয়ে গোপালগঞ্জ জেলা শহরের সাথে মিলিত হয়েছে। উল্লেখিত এলাকার উৎপাদিত কৃষি ও মৎস্য পন্য গোপালগঞ্জ জেলাসহ কোটালীপাড়া উপজেলার আশেপাশের জেলা শহরে পণ্য পরবিহন বাধাগ্রস্থ হচ্ছিল।







উদ্দেশ্যঃ 

১। গ্রামীণ মানুষের নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্কে সেতু-বন্ধন সৃষ্টি করে।

২। যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকতার মাধ্যমে সংক্ষেপকরণ।

৩। পানি প্রবাহকে বাধাগ্রস্থ না করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা।

৪। কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

৭। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।



স্কিমের নামঃ কুশলা ইউপি হতে টুপুরিয়া আরএন্ডএইচ সড়কে ২৪৩০ মিঃ চেইনেজে ৩৬.০০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ

প্রকল্পের নামঃ বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)

ব্যয়িত টাকার পরিমানঃ  ২৫২.০০ লক্ষ


পটভূমিঃ ব্রিজসহ সড়কটি কুশলা ইউনিয়ন কোটালীপাড়া উপজেলা হয়ে গোপালগঞ্জ জেলা শহরের সাথে মিলিত হয়েছে। এছাড়াও সংযুক্ত এলাকার উৎপাদিত কৃষি ও মৎস্য পন্য গোপালগঞ্জ জেলাসহ অত্র উপজেলার আশেপাশের জেলা শহরে সরবরাহের পথ সহজ হয়েছে। উল্লেখিত এলাকার উৎপাদিত কৃষি ও মৎস্য পন্য গোপালগঞ্জ জেলাসহ কোটালীপাড়া উপজেলার আশেপাশের জেলা শহরে পণ্য পরবিহন বাধাগ্রস্ত হচ্ছিল।





উদ্দেশ্যঃ 

১। গ্রামীণ মানুষের নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্কে সেতু-বন্ধন সৃষ্টি করে।

২। যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকতার মাধ্যমে সংক্ষেপকরণ।

৩। পানি প্রবাহকে বাধাগ্রস্ত না করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা।

৪। কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

৭। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।



স্কিমের নামঃ টুপুরিয়া আরএন্ডএইচ হতে কুশলা ইউপিসি ভায়া জামুলা সড়কে ০৮ মিঃ চেইনেজে ৩০.০০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ

প্রকল্পের নামঃ বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) 

 

ব্যয়িত টাকার পরিমানঃ ২১০.০০ লক্ষ


পটভূমিঃ ব্রিজসহ সড়কটি কুশলা ইউনিয়ন কোটালীপাড়া উপজেলার হয়ে গোপালগঞ্জ জেলা শহরের সাথে মিলিত হয়েছে। উল্লেখিত এলাকার উৎপাদিত কৃষি ও মৎস্য পন্য গোপালগঞ্জ জেলাসহ কোটালীপাড়া উপজেলার আশেপাশের জেলা শহরে পণ্য পরবিহন বাধাগ্রস্ত হচ্ছিল।




উদ্দেশ্যঃ  

১। গ্রামীণ মানুষের নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্কে সেতু-বন্ধন সৃষ্টি করে।

২। যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকতার মাধ্যমে সংক্ষেপকরণ।

৩। পানি প্রবাহকে বাধাগ্রস্ত না করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা।

৪। কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

৭। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “আমার গ্রাম আমার শহর“ বাস্তবায়নে সহযোগিতা করা।



স্কিমের নামঃ হরিণাহাটি ডিবি-হরিণাহাটি জিপিএস সড়কে ১০ মিঃ চেইনেজে ৫১.০০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ

প্রকল্পের নামঃ বৃহত্তর ফরিদপুর গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)

ব্যয়িত টাকার পরিমানঃ ৩৪৪.০০ লক্ষ


পটভূমিঃ বান্ধাবাড়ী ইউনিয়ন এবং বরিশাল-পয়সারহাট-গোপালগঞ্জ আরএইচডি-কোটালীপাড়া উপজেলা হয়ে গোপালগঞ্জ জেলা শহরের সাথে মিলিত হয়েছে। উল্লেখিত এলাকার উৎপাদিত কৃষি ও মৎস্য পন্য গোপালগঞ্জ জেলাসহ কোটালীপাড়া উপজেলার আশেপাশের জেলা শহরে পণ্য পরবিহন বাধাগ্রস্থ হচ্ছিল।


 

উদ্দেশ্যঃ  

১। গ্রামীণ মানুষের নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্কে সেতু-বন্ধন সৃষ্টি করে।

২। যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকতার মাধ্যমে সংক্ষেপকরণ।

৩। পানি প্রবাহকে বাধাগ্রস্থ না করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা।

৪। কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

৭। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।



স্কিমের নামঃ সাদুল্লাপুর ইউপিসি হতে চলবল বাজার সড়ক চেইঃ ৮০০-৬৩৪০ মিঃ উন্নয়ন

প্রকল্পের নামঃ ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসব প্রকল্প

ব্যয়িত টাকার পরিমানঃ ৪৫৪.০০ লক্ষ


পটভূমিঃ ভাঙ্গারহাট-সাদুল্লাপুর-পীড়ারবাড়ী হয়ে মাদারীপুর জেলা শহরের সাথে মিলিত হয়েছে। উল্লেখিত এলাকার উৎপাদিত কৃষি ও মৎস্য পন্য গোপালগঞ্জ জেলাসহ কোটালীপাড়া উপজেলার আশেপাশের জেলা শহরে পণ্য পরবিহন বাধাগ্রস্থ হচ্ছিল।





উদ্দেশ্যঃ  

১। নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্ক সৃষ্টি করা ।

২। যানবাহান চালাচল সহজতর করা।

৩।কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৪। কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।

৭। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।



স্কিমের নামঃ ১২ আশুতিয়া শহীদ মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর

প্রকল্পের নামঃ মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প 

ব্যয়িত টাকার পরিমানঃ ৮০.০০ লক্ষ


উদ্দেশ্যঃ  

১। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনৈতিক জীবনকে সকলের সামনে তুলে ধরা।

২। বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

৩। মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক স্মারক সংগ্রহ ও সংরক্ষণ করে যথাযথভাবে উপস্থাপন করা।

৪। দেশের জনগণকে উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা।



স্কিমের নামঃ নাগড়া বাজার হতে রামশীল ইউপি সড়ক (চেইনেজ ৩২০০ মিটার হতে ৫৯৯০ মিটার) প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ

প্রকল্পের নামঃ ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প

ব্যয়িত টাকার পরিমানঃ ২৪২২.০০ লক্ষ

পটভূমিঃ সড়কটি মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, বরিশাল জেলার আগৌলঝাড়া উপজেলা, কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন এবং পয়সারহাট দিয়ে কোটালীপাড়া উপজেলা হয়ে গোপালগঞ্জ জেলা শহরের সাথে মিলিত হয়েছে।




উদ্দেশ্যঃ 

১। নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্ক সৃষ্টি করা ।

২। যানবাহান চালাচল সহজতর করা।

৩। কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৪। কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।

৭। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।




স্কিমের নামঃ কদমবাড়ি-কালিগঞ্জ-গান্ধিয়াসুর জিসি সড়ক (চেইনেজ ০০-৬২৫৬ মিটার) উন্নয়ন

প্রকল্পের নামঃ রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেণ্ট প্রজেক্ট

ব্যয়িত টাকার পরিমানঃ ৬৩৯.০০ লক্ষ

পটভূমিঃ সড়কটি কদমবাড়ী-কালিগঞ্জ-গান্ধিয়াসুর-টেকেরহাট সড়কটি গোপালগঞ্জ জেলা শহরের সাথে মিলিত হয়েছে।




উদ্দেশ্যঃ

১। নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্ক সৃষ্টি করা ।

২। যানবাহান চালাচল সহজতর করা।

৩। কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৪। কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।

৭। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।




স্কিমের নামঃ কোটালীপাড়া সদর ভূমি অফিসের সামনে আরএন্ডএইচ বিশারত বাড়ী পর্যন্ত সড়কে ০০ মিঃ চেইনেজে ১৮.০০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ

প্রকল্পের নামঃ বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)

ব্যয়িত টাকার পরিমানঃ ৭৮.০০ লক্ষ


পটভূমিঃ ব্রিজসহ সড়কটি কোটালীপাড়া উপজেলা সদর হতে কোটালীপাড়া পৌরসভার বলুহর গ্রাম হয়ে বরিশাল-পয়সারহাট-গোপালগঞ্জ আরএইচডি-কোটালীপাড়া উপজেলা হয়ে গোপালগঞ্জ জেলা শহরের সাথে মিলিত হয়েছে। উল্লেখিত এলাকার উৎপাদিত কৃষি ও মৎস্য পন্য গোপালগঞ্জ জেলাসহ কোটালীপাড়া উপজেলার আশেপাশের জেলা শহরে পণ্য পরবিহন বাধাগ্রস্ত হচ্ছিল।




উদ্দেশ্যঃ  

১। গ্রামীণ মানুষের নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্কে সেতু-বন্ধন সৃষ্টি করে।

২। যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকতার মাধ্যমে সংক্ষেপকরণ।

৩। পানি প্রবাহকে বাধাগ্রস্ত না করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা।

৪। কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

৭। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।




স্কিমের নামঃ কাগডাঙ্গা চেয়ারম্যান বাড়ি হতে কাটাভিটা ভায়া এম এ সাইদ স্কুল এন্ড কলেজ সড়ক ইউনি ব্লক দ্বারা (চেইনেজ ০০-১৩২০ মিটার) উন্নয়ন

প্রকল্পের নামঃ গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (২য় সংশোধিত)

ব্যয়িত টাকার পরিমানঃ ১৫৮.০০ লক্ষ

পটভূমিঃ সড়কটি পিঞ্জুরি ইউনিয়নের গোপালপুর, দেওপুড়া গ্রাম এবং উক্ত সড়কের পাশে অবস্থিত কয়েকটি সরকরি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল এবং কলেজের সাথে সংযোগ স্থাপন করেছে।




উদ্দেশ্যঃ 

১। নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্ক সৃষ্টি করা ।

২। যানবাহান চালাচল সহজতর করা।

৩। কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৪। কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।

৭। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

৮। শৈল্পিক, দৃষ্টিনন্দন, পরিবেশ বান্ধব স্থাপনা।




স্কিমের নামঃ কদমবাড়ি-কালিগঞ্জ-গান্ধিয়াসুর জিসি সড়ক চেইঃ ০০-৬২৫৬ মিঃ উন্নয়ন

প্রকল্পের নামঃ

ব্যয়িত টাকার পরিমানঃ ৬৩৯.০০ লক্ষ

পটভূমিঃ




উদ্দেশ্যঃ

১। নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্ক সৃষ্টি করা ।

২। যানবাহান চালাচল সহজতর করা।

৩।কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৪। কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।

৭। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।




স্কিমের নামঃ চিতোশি জিপিএস-কান্দিপাড় ওয়াপদা বেড়িবাঁধ সড়ক (চেইনেজ ২৫০০ - ১১১০০ মিটার)

প্রকল্পের নামঃ গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (২য় সংশোধিত)

ব্যয়িত টাকার পরিমানঃ ৯৬৪.০০ লক্ষ

পটভূমিঃ সড়কটি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা হতে টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া  উপজেলা হয়ে গোপালগঞ্জ জেলা শহরের সাথে মিলিত হয়েছে।




উদ্দেশ্যঃ 

১। নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্ক সৃষ্টি করা ।

২। যানবাহান চালাচল সহজতর করা।

৩। কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৪। কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।

৭। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

৮। বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে প্লাবিত হওয়া থেকে রক্ষা করে। 




স্কিমের নামঃ আশুতিয়া শহীদ মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর

প্রকল্পের নামঃ মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প 

ব্যয়িত টাকার পরিমানঃ ৮০.০০ লক্ষ



উদ্দেশ্যঃ  

১। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনৈতিক জীবনকে সকলের সামনে তুলে ধরা।

২। বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

৩। মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক স্মারক সংগ্রহ ও সংরক্ষণ করে যথাযথভাবে উপস্থাপন করা।

৪। দেশের জনগণকে উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা।




স্কিমের নামঃ কাগডাঙ্গা চেয়ারম্যান বাড়ি হতে কাটাভিটা ভায়া এম এ সাইদ স্কুল এন্ড কলেজ সড়ক চেইঃ ০০-৬২৫৬ মিঃ উন্নয়ন

প্রকল্পের নামঃ গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (১ম সংশোধিত)

ব্যয়িত টাকার পরিমানঃ ১৫৮.০০ লক্ষ

পটভূমিঃ




উদ্দেশ্যঃ 

১। নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্ক সৃষ্টি করা ।

২। যানবাহান চালাচল সহজতর করা।

৩।কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৪। কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।

৭। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।




স্কিমের নামঃ কোটালীপাড়া উপজেলা হেড কোয়ার্টার-ধারাবাশাইল কান্দি সড়ক (চেইনেজ ০০-১১৩৪৪ মিটার)

প্রকল্পের নামঃ বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন শীর্ষক প্রকল্প

ব্যয়িত টাকার পরিমানঃ  ৮৩১.০০ লক্ষ

পটভূমিঃ সড়কটি বরিশাল জেলার আগৌলঝারা উপজেলার আমবৈলা ইউনিয়ন এবং পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা হতে কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ও কান্দি ইউনিয়নসহ আশপাশের্ শাতাধিক গ্রাম, বেশ কয়েকটি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান ছাড়াও ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা সদর আধুনিক হাসপাতাল, মাদারীপুর জেলা এবং গোপালগঞ্জ জেলা শহরের সাথে মিলিত হয়েছে।



উদ্দেশ্যঃ 

১। নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্ক সৃষ্টি করা ।

২। যানবাহান চালাচল সহজতর করা।

৩। কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৪। কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।

৭। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।





স্কিমের নামঃ চিতোশি জিপিএস-কান্দিপাড় ওয়াপদা বেড়িবাঁধ সড়ক চেইঃ ২৫০০-১১১-- মিঃ

প্রকল্পের নামঃ গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প

ব্যয়িত টাকার পরিমানঃ ৯৬৪.০০ লক্ষ

পটভূমিঃ




উদ্দেশ্যঃ 

১। নিরবিচ্ছিন্ন রোড নেটওয়ার্ক সৃষ্টি করা ।

২। যানবাহান চালাচল সহজতর করা।

৩।কৃষিপন্যসহ মৎস্য পরিবহন সহজতর করা।

৪। কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা করা।

৫। দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ তৈরি করা ।

৬। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প “ আমার গ্রাম আমার শহর “ বাস্তবায়নে সহযোগিতা করা।

৭। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।



স্কিমের নামঃ কোটালীপাড়া উপজেলায় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের উপর ম্যুরাল নির্মাণ

প্রকল্পের নামঃ গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (২য় সংশোধিত)

ব্যয়িত টাকার পরিমানঃ ১০৪.০০ লক্ষ




উদ্দেশ্যঃ 

১। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনৈতিক জীবনকে সকলের সামনে তুলে ধরা।

২। বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

৩। মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক স্মারক সংগ্রহ ও সংরক্ষণ করে যথাযথভাবে উপস্থাপন করা।

৪। দেশের জনগণকে উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/12/2017
আর্কাইভ তারিখ
29/06/2018